মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৫:১২

পাকিস্তানি সেনাদের সহযোগিতা চাইলেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা!

পাকিস্তানি সেনাদের সহযোগিতা চাইলেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা!

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের উদ্যোগে জম্মু-কাশ্মীরে শান্তিরক্ষী বাহিনী পাঠানো না হলে সেখানে পাকিস্তানি সেনাবাহিনীকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে বি'চ্ছি'ন্নতাবাদীরা।

রবিবার পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মোজাফফরাবাদে এক জনসমাবেশ থেকে এ আহ্বান জানান কাশ্মীরের বেশ কয়েকটি বি'চ্ছি'ন্নতাবাদী গোষ্ঠীর জোটের প্রধান সৈয়দ সালাহউদ্দিন। খবর দ্য নাশন্যালের।

তিনি বলেন, বিশ্বের প্রথম মুসলিম প'রমা'ণু শক্তিধর দেশ পাকিস্তানের গুরুদায়িত্ব হল ভারতশাসিত কাশ্মীরে সেনা পাঠিয়ে কাশ্মীরবাসীকে সহযোগিতা করা।
 
ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যখন নিজ দেশে ক্রমবর্ধমান চাপের মুখে আছেন, সেই সময়ই বি'চ্ছি'ন্ন'তাবাদী এ নেতা এমন মন্তব্য করলেন। অন্যদিকে ইমরান খান চাইছেন আন্তর্জাতিক কূটনীতির মাধ্যম এ স'ঙ্ক'টের সমাধান খুঁজতে।  

এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, এ ধরনের পরিস্থিতিতে কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে কোনও সুরাহা হবে না। 

পাকিস্তান সরকারের সমালোচনা করে বি'চ্ছি'ন্ন'তাবাদী এ নেতা আরও বলেন, পাকিস্তানি সরকারের বিভিন্ন ‘কঠোর পদক্ষেপ’র ফলে আমরা কাশ্মীর ইস্যুতে ভারতের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে সশ'স্ত্র প্রতিরোধে যেতে পারছি না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে