আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের উত্তর সীমান্তের একটি সামরিক ঘাঁ'টিতে লেবাননের হিজবুল্লাহ যে ক্ষে'পণা'স্ত্র হা'মলা চালিয়েছে তাতে দেশটির নর্দান ডিভিশনের কমান্ডার নিহ'ত হয়েছেন। এছাড়াও হ'তাহ'ত সেনাদেরকে হেলিকপ্টারে করে জিফ হাসপাতালে সরিয়ে নেয়া হচ্ছে।
লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেলের খবরে ইসরায়েলের পক্ষ থেকে এমন ইঙ্গিত তুলে ধরা হয়েছে। এদিকে সীমান্তের হাসপাতালগুলোতে জ'রুরি অবস্থা জারি করা হয়েছে।
হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের একটি ট্যাংক ধ্বং'স হয়েছে। এর আগে হিজবুল্লাহর ক্ষে'পণা'স্ত্র হা'ম'লায় ইসরায়েলের একটি সামরিক যান ধ্বং'স এবং কয়েকজন সেনা হ'তাহ'ত হয়। সেনা হ'তাহ'ত হওয়ার ব্যাপারে খবর প্রকাশে নি'ষে'ধা'জ্ঞা জারি করেছে তেল আবিব।
ইসরায়েল এরইমধ্যে দক্ষিণ লেবাননের অভ্যন্তরে ৪০টি ক্ষে'পণা'স্ত্র নি'ক্ষে'প করেছে। এছাড়া ইসরায়েলি সেনারা ফ'সফরা'স বো'মা ব্যবহার করছে। সীমান্তের চার কিলোমিটারের মধ্যকার ইহুদি বসতি স্থাপনকারীদেরকে ঘর-বাড়ি ও আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সেখানকার জনগণের মধ্যে ব্যা'পক ভী'তি ছড়িয়ে পড়েছে।
গত সপ্তাহে ইসরায়েলি ড্রো'ন হা'ম'লার পর হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তাৎ'ক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতি'শো'ধমূলক হা'মলা চা'লানোর হু'মকি দিয়েছিলেন। সূত্র : পার্সটুডে