মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:১৮:৪৯

হঠাৎ পাকিস্তান ও ভারতীয় সে'নাবাহিনীর মধ্যে তু'মুল সংঘ'র্ষ শুরু, তিন সেনা নি'হত

হঠাৎ পাকিস্তান ও ভারতীয় সে'নাবাহিনীর মধ্যে তু'মুল সংঘ'র্ষ শুরু, তিন সেনা নি'হত

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরের কাছে হঠাৎ পাকিস্তান ও ভারতীয় সে'নাবাহিনীর মধ্যে তু'মুল সংঘ'র্ষ শুরু হয়েছে। এতে ভারতের সে'নাবাহিনীর গোলায় পাকিস্তানি তিন সেনা নি'হত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে দাবি করেছে।

নিউজ১৮ বলছে, পুঞ্চ সেক্টরে নি'য়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাদের ওপর প্র'ত্যাঘা'ত শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের গু'লিতে পাকিস্তানের তিন জওয়ান নিহ'ত হয়েছে। শুধু তাই নয়, পাক সে'নার ৪টি ঘাঁ'টিও গুঁ'ড়িয়ে দিয়েছে ভারত।

ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে, পুঞ্চে চুক্তি ল'ঙ্ঘন করে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সংঘ'র্ষ চলছে। তবে কয়েকদিন ধরেই অ'স্ত্রবিরতি চুক্তি ল'ঙ্ঘন করে আসছে পাকিস্তান। পাক হামলার জ'বাব দিচ্ছেন ভারতীয় জ'ওয়ানরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে