মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:২০:১২

সীমান্তে মোতায়েন সেনাদের মনোবল তুঙ্গে রয়েছে: পাকিস্তানি সেনাপ্রধান

সীমান্তে মোতায়েন সেনাদের মনোবল তুঙ্গে রয়েছে: পাকিস্তানি সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া জানিয়েছেন, সকল সীমান্তে মোতায়েন সেনা সদস্যরা উঁচু মাত্রার যু'দ্ধ-প্রস্তুতি নিয়ে রেখেছে। সেই সঙ্গে তাদের মনোবল তুঙ্গে রয়েছে। যে কোনো পরিস্থিতিতেই পাকিস্তান সেনাবাহিনী তৈরি। 

সেনাবাহিনীর সাধারণ কর্মকর্তাদের নিয়ে করা এক বৈঠকে কামার জাভেদ বাজওয়া এ কথা জানান। এ সময় জেনারেল বাজওয়া বলেন, দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সীমাহীন আত্মত্যাগের মধ্যদিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে। পাকিস্তানের মানুষ একটি শান্ত দেশ দেখতে চায়। 

সেনাপ্রধান জানান, সীমান্তের চারটি ফ্রন্টে যে কোনো ধরনের শ'ত্রুতামূলক তৎপরতার উপযুক্ত জ'বা'ব দেওয়া হবে। তবে পাকিস্তান কখনই যু'দ্ধের পক্ষে নয়। আর সেই কারণে সীমান্তে পাকাপাকিভাবে শান্তি চায় ইসলামাবাদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে