মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৫৫:১৬

পাকিস্তান সীমান্তে ৮টি বি'ধ্বং'সী উড়ন্ত ট্যাঙ্কার!

পাকিস্তান সীমান্তে ৮টি বি'ধ্বং'সী উড়ন্ত ট্যাঙ্কার!

আন্তর্জাতিক ডেস্ক : বি'ধ্বং'সী উড়ন্ত ট্যাঙ্কার! আবহাওয়া যতই প্রতিকূল হোক, শ'ত্রুপক্ষের টা'র্গেটকে নিমেষেই নিশ্চিহ্ন করে দিতে পারে মুহূর্তে৷ এ হেন অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার ভারতীয় সেনার শক্তিভাণ্ডারে৷ 

যার নির্যাস ও শক্তিতে আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা৷ মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে মোট ৮টি অ্যাপাচে AH-64E অ্যা'টাক হেলিকপ্টার কিনে আনলো ভারত৷ এই হেলিকপ্টারগুলিকে পাঠানো হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী পাঞ্জাব ও জম্মুর পাঠানকোট বিমানঘাঁটিতে৷

ভারতের জনসংযোগ কর্মকর্তা অনুপম ব্যানার্জী জানান, 'আপাতত ৮টি এয়ারক্রাফ্ট এসেছে৷ বিভিন্ন পর্যায়ে মোট ২৩টি এয়ারক্রাফ্ট আসবে ভারতের হাতে৷ অ্যাটাক হেলিকপ্টার আগেও ছিল৷ কিন্তু অ্যাপাচে AH-64E অন্য মাত্রা দিল শক্তিভাণ্ডারে৷'

অ্যাপাচে অ্যা'টাক হেলিকপ্টার ব্যবহার করে মার্কিন সেনা ও আন্তর্জাতিক ডিফেন্স ফোর্স৷ একটি অ্যাপাচে হেলিকপ্টারের ওজন ৬ হাজার ৮৩৮ কেজি৷ প্রতি মিনিটে ২ হাজার ৮০০ ফিট উঁচুতে উঠে যেতে পারে৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে