মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ১০:১৮:০৯

মধ্যরাতে বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে স্বামীকে হাতেনাতে ধরে পুলিশে দিলেন স্ত্রী!

মধ্যরাতে বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে স্বামীকে হাতেনাতে ধরে পুলিশে দিলেন স্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : স্বামী যোগাযোগ রাখা বন্ধ করে দিয়েছিলেন আচমকাই। স্ত্রী খোঁজ নিয়ে জানতে পারেন, নিজের ছোটবেলার এক বান্ধবীর সঙ্গে আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছেন স্বামী।

স্বামীকে হাতেনাতে ধরতে গিয়ে আক্রান্ত হলেন এক যুবতী। স্বামী ও তার প্রেমিকা তাকে মারধর করেছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় কলকাতার পাটুলিতে।

ছয় বছর আগে শোভাবাজারের বাসিন্দা শুভঙ্কর দের সঙ্গে বিয়ে হয় গড়িয়ার বাসিন্দা মিঠুর। তাদের এক ছেলেও রয়েছে। মিঠুর বয়ান অনুযায়ী, শেষ তিন মাস ধরে শুভঙ্কর তার সঙ্গে কোনও যোগাযোগ রাখছিলেন না। 

মিঠু তখন প্রতিবেশী ও বন্ধুবান্ধবের থেকে খোঁজ নিয়ে জানতে পারেন, শুভঙ্কর পাটুলিতে অন্য এক তরুণীর সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকছেন। ওই তরুণীর নাম শুভমিতা দে।

খবর পেয়ে বুধবার মধ্যরাতে পাটুলির ওই ভাড়া বাড়িতে হানা দেন মিঠু। অভিযোগ, তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন তিনি। বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় মিঠুকে শুভমিতা ও শুভঙ্কর মারধর করে বলে অভিযোগ।

পরে মিঠুর আর্তনাদ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে যান। মিঠুকে উদ্ধার করেন। পাশাপাশি শুভঙ্কর ও শুভমিতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ওই দুজনকে গ্রেফতার করেছে। সূত্র : জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে