আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীর বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার নিয়ে দুই পরমাণু শক্তিধর দেশের চলমান উত্তেজনার মধ্য পরমাণু অ'স্ত্রের ব্যবহার নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন ইমরান খান। তিনি বলেন, ‘প্রথমে পরমাণু অস্ত্রের ব্যবহার করবে না তার দেশ।’
জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্তের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহ তৈরি হয়েছে, তারমধ্যেই এই মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর।
পাকিস্তানের লাহোরে শিখ সম্প্রদায়ের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত ও পাকিস্তান উভয়েই পারমাণবিক শক্তিতে বলীয়ান। যদি এই উত্তেজনা বাড়ে, বিশ্বের পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। আমাদের মধ্যে উত্তেজনা ছাড়ালেও পাকিস্তান কখনো আগে পারমানিক শক্তি প্রয়োগ করবে না। 'নো ফার্স্ট ইউজ' নীতি তার সাফ কথা, বিশ্ব বিপদে পড়তে পারে, এমন কোনো কাজ পাকিস্তান করবে না।