আন্তর্জাতিক ডেস্ক : ভারতে অস্থায়ী ভাবে বসবাসকারী ৪৩ বছর বয়সি এক মার্কিন মহিলার বিরুদ্ধে পুণে নিবাসী এক মুসলমান চিকিৎসককে নি'গ্র'হের অভিযোগ উঠল। রবিবার ওই চিকিৎসক তরুণী পুণের ক্যান্টনমেন্ট থানায় গোটা ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন।
ঘটনার সূত্রপাত পুণের ক্লোভার সেন্টার মার্কেট নামক এক বাজারে। এই দুই মহিলাই সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিলেন। এই সময়ে মার্কিন ভদ্রমহিলা বোরকা পরিহিত ২৭ বছর বয়সি এই চিকিৎসককে জিজ্ঞাস করেন তিনি মুসলমান কি না?
এই প্রশ্নের উত্তর দিতেই এই তরুণীর ওপর রীতিমতো ঝাঁ'পিয়ে পড়েন এই মার্কিন মহিলা। চলে অক'থ্য গা'লিগা'লাজ। চিকিৎসক যুবতীও কোনও রকমে ওই মহিলার থেকে নি'ষ্কৃ'তি পেতেই ক্যন্টনমেন্ট পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। ওই মার্কিন নাগরকিকে থানায় নিয়ে আসা হয়। থানার তরফেই যোগাযোগ করা হয় মার্কিন দূতাবাসেও।
পুলিশের এক শীর্ষকর্তার বয়ান অনুযায়ী, থানায় আসার পরেও এই মহিলা খারাপ ব্যবহার চালাতে থাকেন। দূতাবাস থেকে ফোনে যোগাযোগ করে তার মূল ঠিকানা জানতে চাইলেও সদুত্তর দেওয়া তো দূরে থাক, গা'লিগা'লাজ করেন এই মহিলা।
পুলিশের অনুমান, এই মার্কিন ভদ্রমহিলা কোনও মানসিক অসুখে ভুগছেন। এই মহিলা সম্পর্কে অনুসন্ধানে নেমে পুলিশ জানতে পেরেছে, এই মহিলা বর্তমানে পুণের কোনধা অঞ্চলে এক ভারতীয় মুসলমান নাগরিকের সঙ্গে থাকেন।
ওই পুলিশকর্তা বলেন, ‘আমরা ভারতীয় দ'ণ্ডবিধির ৩২৩ ও ৫০৪ নং ধারায় এই মহিলার বি'রু'দ্ধে মামলা দায়ের করেছি।’ পুলিশ এই মহিলাকে বিনা ওয়ারেন্টে গ্রে'ফতার করতে পারবে না। তাকে জি'জ্ঞা'সাবাদের জন্যেও আদালতের অনুমতি নিতে হবে।