আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মুসলিমদের ওপর চলছে নির্যা'তন ও গ'ণপি'টুনি। এর পরিণতিতে ঘটছে হ'ত্যার মতো জঘ'ন্য ঘটনাও। এবার ভারতের রাজধানী দিল্লিতে গ'ণপি'টুনির শি'কার হলেন এক যুবক ঠাকুর। সাহিল সিং নামে ২৩ বছরের এক যুবক ঠাকুরকে মুসলিম স'ন্দেহে গ'ণপি'টুনি দিয়ে হ'ত্যা করা হয়।
দিল্লির মৌজপুর অঞ্চলের পণ্ডিতদের জন্য নির্ধারিত রাস্তায় ২৩ বছরের এ যুবক সাহিল সিংকে হাঁটতে দেখে পণ্ডিতরা। তারা তাকে মুসলিম ভেবে বে'ধ'ড়ক মা'রধ'র করে। ফলে পণ্ডিতদের গ'ণপি'টুনিতে মারা যায় সাহিল সিং।
সাহিল সিংয়ের মা সংগীতা সিং নিউজ পোর্টাল বাইন্ড হেডলাইনকে জানান, পণ্ডিতরা মুসলমান ভেবে আমার ছেলে হ'ত্যা করেছে। সে আমাদের সংসার চালাত। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিই ছিল সে। কারণ হৃদরোগে আ'ক্রান্ত হয়ে তার বাবা অসুস্থ, শ'য্যাশ'য়ী।
ঠাকুর পণ্ডিতরা তাদের ব্যবহৃত রাস্তায় সাহিলকে হ'ত্যার পর এভেবে খুশি হয়েছিল যে, আমরা একজন মুসলিমকে হ'ত্যা করতে পেরেছি। যখন তারা জানতে পারে যে, সাহিল সিং মুসলিম নয়, তাদেরই এক অসুস্থ ঠাকুরের ছেলে, তখন তারা হ'তভ'ম্ব হয়ে যায়। আর বলে খুব বড় ভুল ঘটনা ঘটেছে।
গ'ণপি'টুনির সময় সাহিল তাদের কাছে বাঁচার আকুতি করে। কিন্তু কেউ তার কথা শোনেনি। গ'ণপি'টুনির পর সাহিলের পরিবার খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃ'ত ঘোষণা করে।