বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩:৩৮

পাকিস্তানের পাশে দাঁড়াল ইরান

পাকিস্তানের পাশে দাঁড়াল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি কাশ্মীর ইস্যুতে পাশে থাকায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাকিস্তান। ইরানী পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে ফোনালাপে কাশ্মীরিদের প্রতি ইরানের জনগণের ভালোবাসা এবং ইরানের রাজনৈতিক সমর্থনের জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী কৃতজ্ঞতা জানান। এ সময় কাশ্মীরের প্রতি সমর্থনের কথা আবারো উল্লেখ করেন জাভেদ জারিফ।

গতকাল ৩ সেপ্টেম্বর মঙ্গলবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির জারিফকে অবহিত করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী। কোরেশী জোর দিয়ে বলেন, অধিকৃত কাশ্মীরে ভারতের গৃহীত পদক্ষেপগুলো এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হু'মকিস্বরূপ।

তাদের ফোনালাপে কাশ্মীরের মান'বাধিকার পরিস্থিতির বিষয়ে উ'দ্বেগ প্রকাশ করে জারিফ উপত্যকাটির জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতার ওপর জোর দেন।

এ সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক জারি রাখার ব্যাপারেও একমত হন এই দুই নেতা। কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য মাহমুদ কোরেশীকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে