বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১১:২৮

ইমরান খানকে কাশ্মীর সমস্যা সমাধানে পথ দেখালো পাকিস্তানি বালক

ইমরান খানকে কাশ্মীর সমস্যা সমাধানে পথ দেখালো পাকিস্তানি বালক

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে মুসলমানদের ওপর নির্যা'তনসহ চলমান পরিস্থিতি নিয়ে উত্ত'প্ত পাকিস্তান। এ পরিস্থিতি নিয়ে চীনের সঙ্গে পাকিস্তানের সামরিক পর্যায়ে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশটির সাধারণ জনগণও এ বিষয়ে তাদের নিজেদের মতামত জানাচ্ছেন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উঠে এসেছে সেই বালকের কথা। সেই বালকের মতে, কাশ্মীরের প্রতি বেশি মনোযোগ না দিয়ে পাকিস্তানের উচিত ইসলামাবাদের অর্থনৈতিক উন্নয়নের দিকে বেশি মনোযোগী হওয়া।

ওই বালকের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট হওয়ার পর তা ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছে সেই বালক। ওই বালক বলে, বিশ্বে বেশ প্রভাবশালী ভারত এবং অন্যান্য দেশের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক রয়েছে। তাই বাণিজ্যের দিকে মনোযোগী না হলে পাকিস্তানের পক্ষে কাশ্মীর সমস্যা সমাধান করা কঠিন হবে।’

ওই বালক আরও বলে, ভারতকে অসন্তুষ্ট করে অন্যান্য দেশ কখনই পাকিস্তানকে সন্তুষ্ট করবে না। তাই পাকিস্তানকে অর্থনীতির দিকে মনোযোগ দিতে হবে। অর্থনীতির দিকে মনোযোগ বাড়ালে সব বিষয় সমাধান হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে