বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০২:১২:২৯

পাকিস্তানের ইতিহাসে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল

পাকিস্তানের ইতিহাসে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে টানাপড়েন চলছে। আর এর মধ্যেই এবার পাকিস্তানের পুলিশ বাহিনীতে যোগ দিলেন এক হিন্দু নারী।

পাকিস্তানের ইতিহাসে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল।

জানা গেছে, ওই হিন্দু নারী সিন্ধু প্রদেশের পুলিশ বিভাগে যোগ দিয়েছেন। এই নারীর নাম পুষ্পা কোহলি। তিনি সিন্ধু প্রদেশের অতিরিক্ত সাব-ইন্সপেক্টর পদে যোগ দিয়েছেন।

পাকিস্তানের সমাজকর্মী কপিল দেব টুইটারে জানান, পুষ্পা কোহলি প্রথম হিন্দু নারী যিনি প্রাদেশিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সিন্ধু প্রদেশে অতিরিক্ত সাব-ইন্সপেক্টর (এএসআই) পদে নিযুক্ত হয়েছেন তিনি।

এর আগে, গত জানুয়ারি মাসে পাকিস্তানের হিন্দু পরিবারের সদস্য সুমন পওয়ান বোদানি বিচারক পদে নিযুক্ত হন। তিনি বলেছিলেন, সিন্ধু প্রদেশে ব্যাপক অনুন্নয়নের পরেও হিন্দুরাই পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে বৃহৎ নির্নায়ক স'ম্প্রদায়।

পাকিস্তানের সরকারি সূত্রে প্রকাশিত তথ্যে দেখা গেছে, পাকিস্তানে প্রায় ৭৫ লক্ষ হিন্দু বসবাস করেন। এদের বেশিরভাগ অংশই বসবাস করেন সিন্ধু প্রদেশে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে