আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রীত জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই ক্রমশ সুর চড়াচ্ছে পাকিস্তান। এবার কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার একেবারে কাছে প্রায় ব্রিগেড সমান পাক সেনা মোতায়েন করল ইসলামাবাদ। এই পাক সেনাদের গতিবিধির দিকে ক'ড়া নজর রেখেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
কাশ্মীরের বাগ ও কোটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ২০০০-এরও বেশি পাক সেনা মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও আ'পত্তিজনক পজিশন এই সেনা বাহিনী নেয়নি বলে জানিয়েছে ভারত। তবে প্রতি মূহূর্তে এদের ওপর নজর রাখা হচ্ছে বলে ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর। পাকিস্তানে যে লস্কর-ই-তৈবা এহং জইশ-ই-মহম্মদের মতো সন্ত্র'সবাদী সংগঠনগুলো নতুন করে সক্রিয় হয়ে উঠেছে এবং নিয়োগ প্রক্রিয়া জোরকদমে চলছে, সেই খবরও রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে।
কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর থেকে আন্তর্জাতিক মহলকে পাশে পাওয়ার চেষ্টা চালায় পাকিস্তান। সেই কাজে ব্যর্থ হয়ে এবার তারা উপত্যকায় অশা'ন্তি বাধানোর চেষ্টা করবে বলে স'ন্দেহ করছে ভারত।সূত্র : এই সময়