আন্তর্জাতিক ডেস্ক : জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ধর্মপ্রচারককে ভারতের হাতে তুলে দেওয়ার ব্যাপারে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ।
বৃহস্পতিবার রাশিয়ার ভ্লাদিভস্তকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেও ইসলামি ধর্মপ্রচারক জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়ে কথা বলেন নরেন্দ্র মোদি।
ভারতীয় গণমাধ্যম বলছে, মাহাথির ও মোদির বৈঠকে জাকির নায়েককে ভারতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সায় পাওয়া গেছে। এর আগেই জাকির নায়েক নিজেদের দেশে ‘অনাহূত অতিথি' ও সম্প্রীতির জন্য হু'মকি বলে সম্বোধন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
সম্প্রতি মালয়েশিয়ায় বেশ বিপাকে রয়েছেন ভারতীয় ইসলাম প্রচারক ও বক্তা জাকির নায়েক। ইতোমধ্যেই দেশটির সব প্রদেশে তার ধর্মীয় বক্তব্য প্রদানের ওপর নিষে'ধা'জ্ঞা জারি করা হয়েছে। প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন জাকির নায়েক। সেখানে তাকে স্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে নিজের বক্তব্যের কারণে তাকে মালয়েশিয়া থেকে ভারতের ফেরত পাঠানোর দাবি উঠেছে। নতুন ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ অ্যাক্ট)-এ বুধবারই দাউদ ইব্রাহিম, পাকিস্তানি জ'ঙ্গি নেতা মাসুদ আজাহার, হাফিজ সাইদ, জাকিউর রহমান লকভিকে ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তি হিসাবে ‘স'ন্ত্রা'সবাদী’ ঘোষণা করেছে মোদি সরকার।
মাসুদ-হাফিজকে স'ন্ত্রা'সবাদী তকমা দেওয়ার সিদ্ধান্তের জন্য ভারতের প্রশংসা করেছে আমেরিকাও। ভারতের আগে এই দুইজনকে আমেরিকা ও ইন্টারপোল স'ন্ত্রা'সবাদী ঘোষণা করেছিল। ইন্টারপোল এদের বিরুদ্ধে রেড এর্লাটও জারি করেছে। সূত্র : ইকোনোমিক্স টাইমস