শনিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:২৩:৪৬

ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করলো পাকিস্তান

ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি শনিবার এটি ঘোষণা করেন। 

এর আগে রাষ্ট্রপতির আইসল্যান্ড সফর উপলক্ষ্যে পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছিল ভারত। কিন্তু পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই ভারতের এই অনুরোধ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতীয় কাশ্মীরে দেশটির সরকারের নীতির প্রতিবাদেই এমন কঠিন অবস্থান নিয়েছে পাকিস্তান। রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতেও বিষয়টি উল্লেখ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে