আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের সাম্প্রতিকতম পদক্ষেপের সম্ভব স'র্বো'চ্চ জবাব দেবে পাকিস্তান ও এর ফলে যেকোনো ধরনের বিপ'র্য'য় ঘটলে সে জন্য বিশ্ব সম্প্রদায়ই দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যু'দ্ধে অংশ নেওয়া পাকিস্তানি সেনাদের স্মরণে প্র'তি'র'ক্ষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ইমরান খান এই বাগাড়ম্বরপূর্ণ মন্তব্য করেন। তবে কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপে বৈরী এই দুই প্রতিবেশী দেশের মধ্যে যে উ'ত্তে'জনা বেড়েই চলেছে, তা এই মন্তব্যে আবার উঠে এসেছে।
রাষ্ট্রনিয়ন্ত্রিত রেডিও পাকিস্তান-এর ওয়েবসাইটে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘আমি বিশ্বকে অবগত করেছি, পাকিস্তান যু'দ্ধ চায় না, কিন্তু একই সঙ্গে পাকিস্তান তার নিরাপত্তা ও অখণ্ডতা প্রশ্নে চ্যা'লে'ঞ্জের সম্মুখীন হলে সে বিষয়ে উদাসীন থাকতে পারে না।’
তিনি আরও বলেন, ‘আমরা শ'ত্রুকে সম্ভব সর্বোচ্চ জবাব দিতে তৈরি আছি। বিশ্ব সম্প্রদায়ের ব্য'র্থতার কারণে বি'প'র্য'য় দেখা দিলে সে জন্য তারাই দায়ী থাকবে।’