শনিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:২৬:০৫

কাশ্মীর পাকিস্তান সেনাবাহিনীর কাছে অস্তিত্বের বিষয়

কাশ্মীর পাকিস্তান সেনাবাহিনীর কাছে অস্তিত্বের বিষয়

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক সেনাপ্রধান ভি কে সিং পাকিস্তানি আর্মি চিফ জেনারেল কামার জাভেদ বাজওয়াকে যু'দ্ধের হুঁ'শি'য়ারি দিয়ে এক কড়া বার্তা দিয়েছেন। 

জানিয়েছেন, বাজওয়া চাইলে অনেকদূর পর্যন্ত যেতেই পারে কিন্তু এটা পাকিস্তানী সেনাবাহিনীর স্থায়িত্বের প্রশ্ন। কাশ্মীরের নামে নানা ধরনের দু'র্নী'তিতে সরাসরি মদত দিয়েছে তারা। এরপর যদি কাশ্মীর না থাকে তাহলে তারা যাবে কোথায়?

তিনি তার বক্তব্যতে আরও বলেছেন যখন ওদের কিছুই নেই, খাবারের স'ম'স্যা এবং অফিস চালানোর মত অর্থ নেই তারপরও এই ধরনের কথা বলছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে আন্তর্জাতিক এবং স্থানীয় ক্ষেত্র থেকে সমবেদনা পেতে ব্য'র্থ হওয়ায় মরিয়া বাজওয়া আরও জানিয়েছেন কাশ্মীরে ভারত নৃ'শং'সতার রাজনীতি চালিয়ে যাচ্ছে।

ইসলামাবাদ থেকে পাকিস্তানী আর্মি চিফ জানিয়েছেন তারা কাশ্মীরের মানুষদের সঙ্গে রয়েছেন এবং কোনভাবেই তাদের প্রতারনা করা হবে না। কাশ্মীর নিয়ে যে কোন ধরনের ব'লি'দান দিতেও তারা প্রস্তুত।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে ভারতকে হু'ম'কি দিতে এবং চিন্তার পরিস্থিতি তৈরি করতে কোন সুযোগ ছাড়তে চাইছে না। পাক প্রধানমন্ত্রী ইমরান খানও পরমানু হা'তি'য়ারের ব্যবহার নিয়েও ভারতকে হু'ম'কি দিতে ছাড়েনি।

৩৭০ ধারা বাতিলের পর থেকে কাশ্মীরের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য মরিয়া হয়ে কাশ্মীরের ভেতরে পাক সেনারা পাক অধিকৃত কাশ্মীর হয়ে স'ন্ত্রা'সবাদীদের কাশ্মীরের ভেতরে ঢোকানোর চেষ্টা করছে। জেনারেল বাজওয়ার সেনাবাহিনীরাও অস্ত্র নিয়ে স'ন্ত্রা'সবাদী দলগুলিকে এলওসি পেরোনোর ক্ষেত্রে সহায়তা করছে। অনুপ্রবেশ নিয়ে ভিকে সিং বলেন, ‘তোমাদের কাজ আসা আর আমাদের কাজ তোমাদের উপরে পাঠানো’। এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে