সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০৩:২০

চলন্ত বাসে জানালা দিয়ে বমি করতে গিয়ে মহিলার শরীর থেকে ছিটকে গেল মাথা!

চলন্ত বাসে জানালা দিয়ে বমি করতে গিয়ে মহিলার শরীর থেকে ছিটকে গেল মাথা!

আন্তর্জাতিক ডেস্ক : চলন্ত বাসে জানালা দিয়ে মাথা বের করে বমি করতে গিয়ে ইলেকট্রিক পোলের ধাক্কায় মৃ'ত্যু হয়েছে এক তরুণীর। নিহ'ত তরুণীর নাম ভানু মণ্ডল (২৪)। তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে।

পুলিশের বরাত দিয়ে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লালবাগ হাসপাতালে ফল বিক্রি করতেন ভানু। প্রতিদিন সকালে বাসে করেই জিয়াগঞ্জ থেকে লালবাগ আসতেন তিনি। 

রোববারও জিয়াগঞ্জ থেকে বহরমপুরগামী একটি বেসরকারি বাসে ওঠেন ভানু। লালবাগে আসার পথে নাকুরতলার আগেই তার শরীর খারাপ শুরু হয়। তারপরেই বাসের জানালা দিয়ে বাইরে মাথা বের করে বমি করতে থাকেন তিনি।

তখনই পাশের একটি ইলেকট্রিক পোলে ধাক্কা লাগে ভানুর মাথা। ঘটনাস্থলেই শরীর থেকে মাথা আলাদা হয়ে গিয়ে রাস্তায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন বাসযাত্রীরা। চারদিকে রক্তে ভেসে যায়। ঘটনাস্থলেই মৃ'ত্যু হয় ভানুর। 

উত্তেজিত জনতা বাসের চালককে ধরে মার'ধর শুরু করে। কোনো রকমে সে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। তারাই ভানুর ম'রদেহ নিয়ে হাসপাতালে যায়। সেখানে ময়নাতদন্ত করা হয়।

যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাফিলতি রয়েছে চালকের। তাদের দাবি, ওই এলাকায় এমনিতেই রাস্তা বেশি প্রশস্ত নয়। তার মধ্যেই বেশ জোরে বাস চালান চালকরা। ফলে প্রায়ই ছোটখাটো দু'র্ঘ'টনা ঘটে। আর এবার একজনের মৃ'ত্যুই হলো। বাসটিকে আ'টক করেছে পুলিশ। তার মালিককে খবর দেয়া হয়েছে। চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে