মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২০:৪৪

প্রায় ৬ কিমি যাওয়ার পর বাবা-মার হুঁশ হলো গাড়ি থেকে গড়িয়ে রাস্তায় পড়ে গেছে বাচ্চা!

প্রায় ৬ কিমি যাওয়ার পর বাবা-মার হুঁশ হলো গাড়ি থেকে গড়িয়ে রাস্তায় পড়ে গেছে বাচ্চা!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালার পাহাড়ি এলাকার পর্যটন শহর মুন্নার। রাতের অন্ধকারে সেখানকার জঙ্গলের পাশের রাস্তা দিয়ে সেখান ছুটে গেল একটি দামি এসইউভি কার। গাড়িটি চলে যাওয়ার পরই দেখা গেল রাস্তার মধ্যখানে এ দিক থেকে ও দিক হামাগুড়ি দিচ্ছে একটি শিশু।

গত শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ স্থানীয় থানায় একটি ফোন আসে। ফোনের ওপার থেকে জানানো হয়, জঙ্গলের কাছে রাস্তার মাঝখানে একটি ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। এক ফরেস্ট অফিসার বাচ্চাটিকে হামাগুড়ি দিতে দেখে থানায় খবর দিয়েছিলেন। 

এরপর ১০টা নাগাদ থানার অফিসাররা ওই বাচ্চাটিকে উদ্ধার করেন ও তার মাথায় আঘাত ছিল। তার প্রাথমিক চিকিৎসাও করান। ওই থানার অফিসাররা পার্শ্ববর্তী থানাগুলিকেও রাস্তায় উদ্ধার হওয়া বাচ্চাটি সম্পর্কে জানান।

বাচ্চা পড়ে যাওয়ার ঘটনাটি ধরা পড়েছে সেখানে থাকা সিসিটিভিতে। সেই সিসিটিভি ফুটেজের ভিডিওতে দেখা গিয়েছে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এসইউভি কার থেকে পড়ে যায় এক বছরের এই কন্যা শিশুটি। 

তারপরই রাস্তায় হামাগুড়ি দিতে থাকে সে। গাড়ি থেকে পড়ে গেলেও তার বাড়ির লোক সে সময় বুঝতেই পারেননি। এরপর জানা যায়, সেখান থেকে ছয় কিলোমিটার দূরে একটি থানায় বাচ্চা হারানোর ডায়েরি করা হয়েছে। 

তখন বাচ্চাটির অভিভাবকদের ফোন করে ডাকা হয় এবং তাদের হাতে বাচ্চাটিকে তুলে দেওয়া হয়।  জানা গিয়েছে, ওই পরিবার তামিলনাড়ুর একটি মন্দির থেকে পুজো দিয়ে ফিরছিল। ওই বাচ্চাটির একটি ভাই ও একটি বোনও রয়েছে। সূত্র : এএনআই ও এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে