মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০১:২৫:১৭

পাকিস্তানের অর্থনীতি চাঙ্গা করতে 'বেলি ড্যান্স'

পাকিস্তানের অর্থনীতি চাঙ্গা করতে 'বেলি ড্যান্স'

আন্তর্জাতিক ডেস্ক : দায়িত্ব নেওয়ার বছর পার হলেও পাকিস্তানকে অর্থনৈতিক দুরবস্থা থেকে টেনে তুলতে পারেননি ইমরান খান। বছর পূর্তির আগেই ১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার ঋণও নিয়ে ফেলেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। 

অর্থনীতিকে চাঙা করে তুলতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সম্মেলনের আয়োজন করেছিল পাকিস্তানের শারহাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআইপি)। তবে সম্মেলনের বিষয়বস্তু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নারীর 'বেলি ড্যান্স।'

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্যোক্তাদের পাকিস্তানে বিনিয়োগে আগ্রহী করে তুলতে আজারবাইজানের রাজধানী বাকুতে আইএমএফের সঙ্গে বৈঠকে বসে এসসিসিআইপি। সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় বেশ কয়েকজন বেলি ড্যান্সারকেও। 

সম্মেলনের একপর্যায়ে উদ্যোক্তাদের সামনে নাচ পরিবেশন করেন তারা। উদ্যোক্তাদেরও সেই নাচ উপভোগ করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও চিত্র ছড়িয়ে পরার পর থেকেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

পাকিস্তানি সাংবাদিক গুল বুখারি ১ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, ‘প্রধান অর্থনীতিবিদ (পাকিস্তানের) যখন বেলি ড্যান্সারদের দিয়ে পাকিস্তানে বিনিয়োগ করতে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেন...’।

ভিডিওটি শেয়ার করার পর থেকেই অনলাইনে বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে ভিডিওটি ২ লাখের বেশি বার দেখা হয়েছে। অনেকেই ভিডিওটি শেয়ার করে সমালোচনা করছেন। ভিডিও শেয়ার করে এক পাকিস্তানি নাগরিক লিখেছেন, ‘জাতি হিসেবে আমরা কোথায় গিয়ে ঠেকছি?’

পাকিস্তানে অর্থনৈতিক দুরবস্থা কাটাতে সহায়তা করতে সেপ্টেম্বর মাসেই পাকিস্তানে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা রয়েছে আইএমএফের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে