মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৩৫:০৫

কাশ্মীর সীমান্তে এক মাস পড়ে আছে পাকিস্তানের ৫ সেনার লা'শ!

কাশ্মীর সীমান্তে এক মাস পড়ে আছে পাকিস্তানের ৫ সেনার লা'শ!

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসের শুরুতে কাশ্মীরে দুই দেশের সীমানা নির্ধারণকারী রেখা লাইন অব ক'ন্ট্রোলে (এলওসি) ভারত-পাকিস্তান গো'লাগু'লির ঘটনা ঘটে। সেই গো'লাগু'লিতে পাকিস্তানের পাঁচ সেনা নিহ'ত হয়। তাদের ম'রদে'হ এখনও সীমান্তেই প'ড়ে আছে। একটি ভিডিও প্রকাশ করে এমন দাবি করছে ভারত।

ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির প্রতিবেদনে এটি প্রকাশিত হয়েছে। আর ভিডিওটি প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা এএনআই। মূলত এএনআই তাদের টুইটারে পেজে ম'রদে'হ পড়ে থাকার ভিডিওটি শেয়ার করেছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, গত মাসের প্রথম সপ্তাহে কাশ্মীরের কেরান সেক্টরে গো'লাগু'লি'র ঘটনায় পাক সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তান বর্ডার অ্যা'কশ'ন টিমের (ব্যা'ট) পাঁচ সদস্য নি'হ'ত হয়। তারা অ'নুপ্র'বেশ করার চেষ্টা করছিল বলে দাবি ভারতের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে