বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৪১:০১

কাশ্মীর ভারতের ছিল, আছে ও থাকবে : মাওলানা মেহমুদ মাদানি

কাশ্মীর ভারতের ছিল, আছে ও থাকবে : মাওলানা মেহমুদ মাদানি

আন্তর্জাতিক ডেস্ক : এবার কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিরু'দ্ধে তো'প দা'গলেন উলেমা-ই-হিন্দের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাওলানা মেহমুদ মাদানি। পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে তার সাফ কথা, কাশ্মীর ভারতের ছিল, আছে এবং থাকবে।

বৃহস্পতিবার এক বৈঠকে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়। সেখানে বলা হয়েছে, ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। দেশের নিরাপত্তা এবং অখণ্ডতার প্রশ্নে কোনও সমঝোতা নয়। ভারত আমাদের দেশ। আমরা সবসময় সঙ্গে রয়েছি।’ 

এদিন নাগরিকপঞ্জি নিয়ে সাংবাদিক বৈঠকে মাদানি বলেন, ‘দেশজুড়ে এনআরসি হোক। তা হলেই স্পষ্ট হবে অনুপ্রবেশকারীদের সংখ্যা। এ দেশে যারা প্রকৃত নাগরিক তাদের উপর কালি ছেটানো হচ্ছে।’  

একই সঙ্গে এদিন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের কড়া সমা'লো'চনা করেন মাদানি। তিনি জানান, ভারতীয় মুসলিমদের নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বি'ভ্রা'ন্তকর মন্তব্য করছে পাকিস্তান। এ দেশের মুসলিমরা ভারতের সঙ্গে নেই, পাকিস্তানের এহেন মিথ্যা প্রচারের তী'ব্র সমা'লো'চনাও করেন মাদানি।

বি'ত'র্কিত ও সা'ম্প্রদা'য়িক মন্তব্যের জেরে প্রায়ই শিরোনামে উঠে আসেন মাদানি। তবে কাশ্মীর নিয়ে পাকিস্তানকে বেনজির আ'ক্র'মণ করে সমা'লো'চকদের কিছুটা ঘোলেও জবাব দিয়েছেন তিনি বলেই মনে করা হচ্ছে। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে