শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৯:২২

কাশ্মীরের লাদাখে ভারতীয় সেনার পথ আটকে দাঁড়ালো চীনা সেনাবাহিনী, পরিস্থিতি উত্তপ্ত!

কাশ্মীরের লাদাখে ভারতীয় সেনার পথ আটকে দাঁড়ালো চীনা সেনাবাহিনী, পরিস্থিতি উত্তপ্ত!

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের লাদাখের প্যাংগং লেকের উত্তর এলাকায় গতকাল বুধবার সকালে টহল দিচ্ছিল ভারতীয় সেনা। তখনই তাদের রাস্তা আটকে দাঁড়ায় চীনা সেনাবাহিনী। দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ বাক্য বিনিময়ও হয়।

প্রায় সারা দিন ধরে এভাবেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে লাদাখের প্যাংগং লেকের উত্তর দিক। পরে সন্ধ্যায় দুই দেশের প্রতিনিধির মধ্যে আলোচনা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, তিব্বত থেকে লাদাখ পর্যন্ত বিস্তৃত এই লেকের দুই-তৃতীয়াংশ নিয়নন্ত্রণ করে চীন। এই অঞ্চলে আগেও একাধিকবার ভারত-চীন সেনাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

তার আগে ২০১৭ সালেও এই অঞ্চলেই ভারত ও চীন সেনার মুখোমুখি হওয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে দেখা গিয়েছিল, দুই দেশেরই সেনা একে অপরের দিকে পাথর ছুড়ছে, এমনকি মারামারিতেও লিপ্ত হয়েছিল দু’পক্ষ।

এদিকে ভারতীয় সংবিধানের জম্মু-কাশ্মীর সংক্রান্ত ৩৭০ ধারা বাতিল করার পর থেকে ভারত ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জম্মু-কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার পর দিনই এর বিরোধিতা করে চীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে