দয়া করে নাক না গলিয়ে ওদিকে রাখুন, আমেরিকাকে চীন
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরের কাছে শক্তি দেখানো থেকে বিরত থাকার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে ফোনালাপের সময়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ আহ্বান জানান। পাশাপাশি চীনের স্বার্থ এবং উদ্বেগের প্রতি নজর রাখার জন্যও আহ্বান জানান ওয়াং ই।
তিনি আরো বলেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি এবং দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জের কাছে মার্কিন সামরিক টহল বন্ধ করতে হবে। কারণ চীন এই অঞ্চলে অন্য কারো নাক গলানো পছন্দ করে না।
তিনি বলেন, চীনের সঙ্গে সহযোগিতা চাইছে আমেরিকা এবং এ ক্ষেত্রে বেইজিংর প্রধান স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উদ্বেগকে ওয়াশিংটনের সম্মান দেখানো উচিত।
এদিকে, শনিবার চীনা প্রতিরক্ষা দফতরের বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা উদ্দেশ্য প্রণোদিতভাবে দক্ষিণ চীন সাগরে মারাত্মক সামরিক উত্তেজনা উসকে দিচ্ছে। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে গত মাসে দু টি মার্কিন কৌশলগত বোমারু বিমান বি-৫২ উড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ কথা বলেছে বেইজিং।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিরোধপূর্ণ অঞ্চলে উদ্দেশ্য প্রণোদিতভাবে উত্তেজনা উসকে দিচ্ছে আমেরিকা। বিবৃতিতে, দক্ষিণ চীন সাগরের আকাশে মার্কিন বিমানের চলাচল এবং অন্যান্য সামরিক তৎপরতা পুরো অঞ্চলকে সামরিকীকরণ করতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল