ভারতের বিরুদ্ধে কিছু বলবেন না : নওয়াজ শরীফ
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের বিরুদ্ধে কোনো মন্তব্য না করার জন্য তাঁর মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন। দেশটির একজন কর্মকর্তা বলেন, ভারত-পাকিস্তান শান্তি প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখার জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। খবর আইএএনএসের।
নওয়াজ শরীফের এক কর্মকর্তার উদ্বৃতি দিয়ে ওই খবরে বলা হয়, এমন সব কথা বলতে হবে যা দুই দেশের আলোচনাকে উৎসাহিত করতে পারে। প্রধানমন্ত্রী শান্তির পক্ষে কথা বলার জন্য মন্ত্রী ও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ভারতের সঙ্গে বন্ধন আরও দৃঢ় করার ব্যাপারে আশাবাদী। আর তা সম্ভব হলে গোটা অঞ্চলের জন্যই ইতিবাচক হবে।
ওই কর্মকর্তা আরও বলেন, নয়াদিল্লি কেবল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে আলোচনা করতে চায়—ভারত থেকে প্রচারিত এ রকম কিছু বক্তব্যে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী নওয়াজ। তবে তিনি মনে করেন, ভারতের নীতি এ রকম নয়। আর তিনি নিজে দ্বিপক্ষীয় আলোচনায় কাশ্মীর, সন্ত্রাসবাদ ও বাণিজ্যকে প্রাধান্য দিতে চান।
পাকিস্তানের আরেক কর্মকর্তা বলেন, তাঁর দেশের সামরিক নেতৃত্বও একই মনোভাব নিয়ে ভারতের সঙ্গে শান্তি স্থাপন করতে চায়। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকার বা সেনাবাহিনী—কেউই আপস করতে রাজি নয়।
২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল