শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৩৩:৩৫

ভারত সরকারের বিরুদ্ধে অ'স্ত্র তুলে নেবে কাশ্মীরিরা : ইমরান

ভারত সরকারের বিরুদ্ধে অ'স্ত্র তুলে নেবে কাশ্মীরিরা : ইমরান

আন্তর্জতিক ডেস্ক : কাশ্মীর নিয়ে ভারতকে চূড়ান্ত ভ'য়াব'হতার বার্তা শোনালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, নি'পী'ড়ি'ত কাশ্মীরিরা ভারত সরকারের বিরুদ্ধে অ'স্ত্র তুলে নেবে।

ভারতীয় সেনারা জম্মু ও কাশ্মীরে অব্যবস্থা চালিয়েছে উল্লেখ করে পাকিস্তান-অধিকৃত আজাদ কাশ্মীরে দাঁড়িয়ে এই কথা বলেন ইমরান খান। পাশাপাশি এও বলেন নরেন্দ্র মোদি সরকারের এই ব্যবহারে ভারতের মানুষ আরও চ'র'মপন্থী মনোভাবাপন্ন হয়ে উঠতে পারে।

ইমরান খান বলেন, “কাশ্মীরের মানুষ এবার ভারতের বি'রো'ধিতা করবে। যা পরিস্থিতি আসছে, তাতে বিজেপি ও আরএসএসর বিরুদ্ধে অ'স্ত্র তুলে নিতে পারে কাশ্মীরের জনগণ।”

তিনি আরও বলেন, নরেন্দ্র মোদি কাশ্মীরিদের ধৈর্যর পরীক্ষা নিচ্ছে। আমরা শান্তি চাই। পুলওয়ামায় ২০ বছরের একজন যুবক বি'র'ক্ত হয়ে নিজেকে স'শ'স্ত্র করে তুলেছে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে