শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:২৪:৪৭

দুই সেনার ম'রদেহ উদ্ধা'রে ভারতের কাছে আ'ত্মসম'র্পণ পাকিস্তানের!

দুই সেনার ম'রদেহ উদ্ধা'রে ভারতের কাছে আ'ত্মসম'র্পণ পাকিস্তানের!

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে সং'ঘর্ষের ঘটনায় সেনা নিহ'ত হওয়ার পর ভারতের কাছে আ'ত্মসম'র্পণ করতেও বা'ধ্য হল পাকিস্তান। সীমান্তে পড়ে থাকা সেনার ম'রদে'হ উ'দ্ধারের জন্য সাদা পতাকা ওড়াতে বাধ্য হল পাকিস্তান। 

পরে এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভা'ইরাল। সাদা পতাকার অর্থ আ'ত্মসম'র্পণ অথবা শ'ত্রুপ'ক্ষের সঙ্গে বির'তির চু'ক্তি করা। নিজেদের দেশের সেনার ম'রদেহ উদ্ধা'র করতে গিয়ে সেই সাদা পতাকা দেখাতে হল পাকিস্তানকে। 

ভারতীয় সেনা সূত্রে খবর, গত ১০ ও ১১ সেপ্টেম্বর পাক অ'ধিকৃত কাশ্মীরের হাজিপুর সেক্টরে ভারতের সেনাবাহিনীর হাতে নিহ'ত হন গুলাম রাসুল। সং'ঘ'র্ষ বিরতি ল'ঙ্ঘ'ন করার পরই সীমান্তে গু'লির ঘটনা ঘটে। আর তাতেই প্রা'ণ হা'রায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহওয়লনগরের বাসিন্দা রাসুল। 

ল'ড়া'ইয়ের তী'ব্রতা বাড়িয়ে প্রথমে সীমান্তে প'ড়ে থাকা রাসুলের ম'রদে'হ উ'দ্ধা'রের চেষ্টা করে পাক রেঞ্জার্স। কিন্তু সে সময়ই ভারতীয় সেনার গু'লিতে নিহ'ত হয় আরও এক পাক সেনা। 

গত দুই দিনের চে'ষ্টাতেও কোনোভাবেই ম'রদে'হ দুটি উ'দ্ধা'র করতে পারছিল না পাকিস্তান। অবশেষে ১৩ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার আ'ত্মসম'র্পণ করে তারা। সাদা পতাকা প্রদর্শন করে পাক সেনা। ম'রদে'র প্রতি সম্মান দেখিয়ে পাকিস্তানকে ম'রদে'হ নিয়ে যাওয়ার অনুমতি দেয় ভারত। 

উল্লেখ্য, এর আগে ৩০ ও ৩১ জুলাইও কেরান সেক্টরে ভারতীয় সেনার হাতে নি'হ'ত হন ৫-৬ জন পাক সেনা এবং জ'ঙ্গি। তবে তারা পাঞ্জাব প্রদেশের না হওয়ায় তাদের ম'রদে'হ নিয়ে যাওয়ার কোনো উৎসাহ দেখায়নি পাকিস্তান। সূত্র: ইন্ডিয়া টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে