সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:১৩:০৮

তুরস্কে ভ'য়াব'হ বো’মা হা'মলা, নিহ'ত ৭

তুরস্কে ভ'য়াব'হ বো’মা হা'মলা, নিহ'ত ৭

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা কুলে একটি বাসে বো’মা হা'মলায় অন্তত সাতজন নিহ'ত হয়েছেন, আহ'ত হয়েছেন আরও ১০ জন। রাস্তায় পুঁতে রাখা থাকা বো’মায় বাসটি বি'স্ফো'রিত হয়।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এখবর জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান বলেন, অ'পরা'ধীদের অবশ্যই শা'স্তির আওতায় আনা হবে।

গভর্নর দফতর থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে কুল জেলায় হা'মলার ঘটনা ঘটে। সরকারের দাবি, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সদস্যরা এই হা'মলা চালিয়েছে।

উল্লেখ্য, ৩০ বছরেরও বেশি সময় ধরে তুরস্কের সঙ্গে বি'রো'ধ চলছে পিকেকের। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই সংগঠনটিকে স'ন্ত্রা'সী সংগঠন বলে আখ্যা দিয়েছে। দুই পক্ষের এই বি'রো'ধে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৪০ হাজার মানুষের প্রা'ণহা'নির ঘটনা ঘটেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে