বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৮:২৭

'রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে ম'দ্যপ বানিয়ে ধ'র্ষণ করা হয়'

'রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে ম'দ্যপ বানিয়ে ধ'র্ষণ করা হয়'

আন্তর্জাতিক ডেস্ক : বৃটেনের নর্থ ওয়েলসের অ্যাবারকনিতে বিরোধী লেবার দলের প্রার্থী এমিলি ওয়েন। তিনি অভিযোগ করেছেন রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ধ'র্ষ'ণ করা হয়েছে। একই উদ্দেশে তাকে ম'দ্য'পও বানানো হয়েছিল।

একটি পাব-এর বাইরে লেবার দলের কর্মী ও সাংবাদিক ওয়েন জোনসের ওপর হা'মলার পর তিনি নিজের এই তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের ফেসবুক পেজে এমিলি ওয়েন এসব কথা জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ।

এমিলি ওয়েন বলেছেন, গত বছর তাকে ম'দ্য'প করে ধর্ষণ করা হয়েছিল। ওই সময় তিনি এ বিষয়টি প্রকাশ করেননি। কিন্তু আগস্টে লন্ডনের একটি পাব-এর বাইরে সাংবাদিক ওয়েন জোনসের ওপর হা'ম'লার পর আর মুখ বন্ধ রাখতে পারেননি তিনি। ওয়েন জোনস বলেছেন, তার ওপর পূর্বপরিকল্পিত হা'মলা চালিয়েছে উ'গ্র ডানপ'ন্থিরা।

এর প্রেক্ষিতে এমিলি ওয়েন বলেছেন, আমি সহ সব দলের নির্বাচনের প্রার্থী এবং এমপিরা প্রতিদিন ভ'য়াব'হ নি'র্যা'তনের শি'কা'র হচ্ছেন। এ বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয়। ২৫ বছর বয়সী এমিলি জোনস কেন এক বছর আগে ঘটে যাওয়া ধ'র্ষণের কথা প্রকাশ করেন নি? 

এমন প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন। তবে তাকে কে ধ'র্ষ'ণ করেছিল তার নাম বলেননি। তিনি বলেছেন, বহুবিধ কারণে তিনি ধ'র্ষ'ণের বিষয়টি পুলিশে রিপোর্ট করেন নি। তার ভাষায়, আমার ক্ষো'ভ ছিল। কিন্তু আমি সেই ক্ষো'ভ থেকে ধ'র্ষ'ককে ক্ষমা করে দিয়েছি। তা সত্ত্বেও আমার কিছু বলার আছে। এমন কিছু মানুষ আছে তাদেরকে আমি ক্ষ'মা করতে পারি না। 

সাংবাদিক ওয়েন জোনস হামলার বিষয়ে কথা বলতে তার প্লাটফর্ম ব্যবহার করেছেন। আমি আমার প্লাটফর্ম ব্যবহার করবো। কথা বলবো। কথা বলবো সেইসব মানুষের জন্য যারা মনে করেন তাদের কথা কেউ শোনে না। প্রতিদিন উ'গ্র ডানপ'ন্থিদের হা'মলার শি'কা'রে পরিণত হন হাজার হাজার মানুষ।

তাই আমি বসে থাকতে এবং এসব ঘটতে দিতে পারি না। এ সময় তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের সমালোচনা করেন। বলেন, ইতিহাসে প্রথমবারের মতো আমরা একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যাকে উ'গ্র ডা'নপ'ন্থিরা তাদের নেতা হিসেবে দেখে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে