শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৪৪:২৩

জাঙিয়া শুকানোর অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা!

জাঙিয়া শুকানোর অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা!

আন্তর্জাতিক ডেস্ক : জাঙিয়া শুকানোর অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা! সাবেক বিধায়ক বেআইনিভাবে জমি দখল করেছেন বলে অভিযোগ তুলে ২৩ বছর ধরে ধরনা দিয়ে গেছেন একজন শিক্ষক। জানা গেছে, ১৯৯৬ সাল থেকে আজ পর্যন্ত ধরনা দিয়েছেন তিনি। 

ভারতের উত্তরপ্রদেশে এবার মামলা করা হলো দীর্ঘদিন ধরে ধরনায় বসা ওই শিক্ষকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, কালেক্টরেট অফিসের বাইরে নিজের জাঙিয়া শুকাতে দিয়েছিলেন।

ভারতের দণ্ডবিধির ৫০৯ ধারায় (নারীর শালীনতায় আঘাত হানার চেষ্টা) ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ বলছে, ওই শিক্ষকের নাম বিজয় সিং। কালেক্টরেট সঞ্জয় কুমারের অফিসের সামনে বিজয় সিং নামের ওই শিক্ষক নিজের অন্তর্বাস টাঙিয়ে রেখেছিলেন।

এর পর কালেক্টরেটের অফিসের সামনে থেকে ধরনা উঠিয়ে দিতে অনুরোধ করা হয় ওই শিক্ষককে। তারপর তিনি নিজেই ধরনা থেকে সরে বসেন এবং সেই অন্তর্বাসও সরিয়ে দেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে