মেসি-নেইমারের জন্য পালটে গেল রোনালদোর জার্সি
স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার ক্লাব বিশ্বকাপ জেতা দেখে নড়েচড়ে বসেছে গতবারের চ্যম্পিয়ান্স ক্লাব রিয়াল মাদ্রিদ। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল খেলোয়াড়দের জার্সি পরিবর্তন করবে। রিয়াল মাদ্রিদের জার্সিতে ‘ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ২০১৪ যে ব্যাজটি দেখা যেত। কিন্তু এবার থেকে আর এই লোগো থাকবে না রোনালদোদের জার্সিতে।
রিয়ালের জার্সির বাঁদিকে ক্লাবের ক্রেস্ট এবং ডানদিকে স্পনসরের লোগো থাকত। তার ঠিক উপরেই কলারের কোনাকুনি এই ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন লোগো থাকত। তার আর দেখা যাবে না।
রোববার দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন রিভার প্লেটকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব শিরোপা জেতে ইউরোপের সেরা বার্সেলোনা। এদিনই রায়ো ভ্যালেকানো বিপক্ষে মাঠে নামে রিয়াল। মাঠে নামার আগেই জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ক্লাবটি। কারণ সবাই জানত যে রিভার প্লেট বা বার্সার মধ্যে যে কেউ হবে নতুন ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তাই রায়ো ম্যাচে ‘ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ২০১৪’ ব্যাজটি ছাড়াই নামে রোনালদোর। ভিয়ারিয়ালের বিরুদ্ধেই শেষ বার ওই বিশেষ ব্যাজের জার্সিতে নেমেছিল বেনিতেজ অ্যান্ড কোং৷ ফলে বার্সার জন্যই পালটে গেল রিয়ালের জার্সির লুক৷
২১ ডিসেম্বর,২০১৫/ এমটি নিউজ২৪/আল-আমিন/এএস