সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৮:০১:৪৭

পশ্চিমাদের বিরুদ্ধে যা বললেন পুতিন

পশ্চিমাদের বিরুদ্ধে যা বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলো প্রতি ক্ষপেছেন। তিনি বলেন পশ্চিমা দেশগুলো তাদের নিজেদের মূল্যবোধ সারাবিশ্বের ওপর চাপিয়ে দিতে পারে না। কয়েকটি পশ্চিমা শক্তি তাদের কথিত ‘গণতন্ত্র’ অন্য দেশের ওপর চাপিয়ে দেয়ার যে চেষ্টা করছে তার বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেছেন তিনি। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করার কোনো অধিকার পশ্চিমা কয়েকটি দেশের নেতার নেই। তিনি বলেন, ‘আপনারা ভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং প্রথার মানুষের ওপর নিজেদের ভার্সনের গণতন্ত্র যান্ত্রিক উপায়ে কিংবা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চাপিয়ে দিতে পারেন না।’ একটি ডকুমেন্টারিতে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেছেন। গতকাল (রোববার) ওই ডকুমেন্টারি রাশিয়ার টেলিভিশনে সম্প্রচার হয়েছে। এতে তিনি বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে বৈধ কোনো সরকারকে খাটো করা উচিত নয়। সে সরকার যদি অসম্পূর্ণ হয় তাহলেও রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করা ঠিক নয়’। সিরিয়া সংকটের কথা উল্লেখ করে পুতিন বলেন, সেখানকার সমস্যা সমাধানের জন্য রাশিয়া সব পক্ষকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে