আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোট সীমান্ত দিয়ে ৫০০ স'ন্ত্রা'সী ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। যে কোনো মুহূর্তে তারা ভারতে ঢুকে তারা না'শ'কতা চালাতে পারে। এমনটাই দাবি করেছেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত।
সোমবার চেন্নাইয়ে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে সাংবাদিকদের তিনি জানান, বালাকোট দিয়ে ৫০০ স'ন্ত্রা'সী ভারতে অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে।
এজন্য পাকিস্তানকে দায়ী করেন ভারতীয় সেনাপ্রধান বলেন, পাকিস্তান সম্প্রতি বালাকোটের জ'ঙ্গিদের নতুন করে অনুপ্রবেশের জন্য তৈরি করছে। কারণ, ভারতের হামলার পর বালাকোট প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। মানুষ ওই এলাকা ছেড়ে পালিয়েছিল। ওই অঞ্চল পুনরুজ্জীবিত করছে পাকিস্তান। পালিয়ে যাওয়া স'ন্ত্রা'সীরা আবার ফিরছে বালাকোটে।
বালাকোটে ধ্বং'স হয়ে যাওয়া কয়েকটি স'ন্ত্রা'সী আ'স্তা'না নতুন করে নির্মাণের কথা রোববারই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল। সোমবার সেনাপ্রধান বিষয়টি স্পষ্ট করে হা'ম'লার আ'শ'ঙ্কার কথাই জানালেন।
কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপকে সামনে রেখে জইশ-ই-মোহাম্মদের হা'ম'লার আ'শ'ঙ্কায় রয়েছে তারা। শুধু জম্মু ও কাশ্মীর নয়, গুজরাট ও মহারাষ্ট্রও জইশের টার্গেটে রয়েছে।
গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, ভারতে অনুপ্রবেশের জন্য পুঞ্চ ও রাজৌরি সেক্টরের ওপারে থাকা লঞ্চ প্যাডগুলোতে ইতিমধ্যেই অন্তত ১০০ জ'ঙ্গিকে জড়ো করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে হা'মলা চালানোই তাদের লক্ষ্য।