সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৯:২২:৩৮

যে স্কুলে ভর্তি হতে দিতে হয় গাছ

যে স্কুলে ভর্তি হতে দিতে হয় গাছ

আন্তর্জাতিক ডেস্ক : অনেক বাবা-মায়েরই স্বপ্ন থাকে তাদের সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াবেন। কিন্তু খরচের কথা চিন্তা করেই তাদের অনেককেই পিছিয়ে আসতে হয়। কিন্তু ছত্তীসগঢ়ের একটি ইংরেজি মাধ্যম স্কুল খরচের ক্ষেত্রে একটা নজির সৃষ্টি করেছে। মোটা অঙ্কের টাকা নয়, ওই স্কুলে ভর্তির ফি হিসাবে দিতে হবে মাত্র একটি গাছ! হ্যাঁ, এমনই সিদ্ধান্ত নিয়েছেন ওই স্কুলের কর্তৃপক্ষ। ছত্তীসগঢ়ের অম্বিকাপুর থেকে ২০ কিলোমিটার দূরে বরগই গ্রাম। এখানেই কয়েক জন যুবক ব্যক্তিগত উদ্যোগে একটি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করেছেন। হঠাৎ করে তাদের এমন সিদ্ধান্ত কেন? স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিবেশ সচেতনতার পাশাপাশি গরিব মা-বাবাদেরও ইংরেজি মাধ্যম স্কুলে তাদের সন্তানদের পড়াশোনা করানোর শখ পূরণ করাই হচ্ছে তাদের লক্ষ্য। শুধু তাই নয়, স্কুলে ভর্তি হওয়ার পর ওই বাচ্চাদের দিয়েই সেই গাছ লাগানো হচ্ছে। যাতে তারা পরিবেশ সম্পর্কে আরও সচেতন হয়। সূত্র : আনন্দ বাজার। ২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে