আন্তর্জাতিক ডেস্ক: হিউস্টনে ভারতীয় কমিউনিটির সদস্যদের আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে অংশ নেন মোদি। মঙ্গলবারের ওই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬৯ বছর বয়সী মোদিকে ফাদার অব ইন্ডিয়া উপাধিতে ভূষিত করেন।
মোদিকে উদ্দেশ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি ভারতের আগের অবস্থার কথা মনে করতে পারি। সে সময় ভারত এমন অবস্থানে ছিল না। তখন দেশটিতে অনেক অশা'ন্তি ছিল, অনেক ল'ড়াইও হয়েছে। কিন্তু তিনি সেখানকার মানুষকে একত্রিত করেছেন। যেমনটা একজন বাবা তার সন্তানদের একত্রিত করেন।
সম্ভবত তিনি হচ্ছেন ফাদার অব ইন্ডিয়া। আমরা তাকে ফাদার অব ইন্ডিয়া বলতে পারি। আমি মনে করি তিনি একটি চমৎকার কাজ করছেন। নিউ ইয়র্কে দুই নেতার মধ্যকার এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।
মোদিকে কিংবদন্তি গায়ক ও অভিনেতা এলভিস প্রেসলির সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন, তিনি হচ্ছেন এলভিসের মতো। মোদিকে স্বাগত জানাতে ওই অনুষ্ঠানে ৫০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন