বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:৪২:০১

জাতিসংঘে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের আগ্রাসন নিয়ে এরদোগানের আবেগময়ী বক্তৃতা

জাতিসংঘে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের আগ্রাসন নিয়ে এরদোগানের আবেগময়ী বক্তৃতা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের আ'গ্রা'স'নের বি'রু'দ্ধে তুরস্কের অবস্থান পুনরাবৃত্তি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। জাতিসংঘের সদস্য দেশগুলোকে এরদোগান বলেন, ইসরাইলের ফিলিস্তিনি ভূখণ্ড দ'খ'ল করার কোনো বৈ'ধ'তা নেই।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া এক আবেগময়ী বক্তৃতায় তিনি প্রশ্ন রাখেন, ইসরাইলের সীমান্ত কোথায়? এটা কি ১৯৪৮ সালের সীমান্ত, নাকি ১৯৬৭ সালের? কিংবা এছাড়া কি কোনো সীমান্ত রয়েছে? কাজেই কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে ফিলিস্তিনিদের সমর্থনে জাতিসংঘের উচিত পদ'ক্ষে'প নেয়া বলে।

মুসলিম বিশ্বের এই প্রভাবশালী নেতার প্রশ্ন, যদি তাদের ভূ'খ'ণ্ডের আওতায় না পড়ে, তবে বিশ্ব সম্প্রদায়ের সামনে অন্যান্য অ'ধি'কৃ'ত ফিলিস্তিনি ভূ'খ'ণ্ডের মতো তারা গোলান মালভূমি ও পশ্চিমতীরের অ'বৈ'ধ বসতিকে কীভাবে একীভূত করতে পারে?

এ সময় যুক্তরাষ্ট্রের শতাব্দির সেরা চুক্তির নেপথ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরদোগান বলেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনের নি'পী'ড়িত মানুষের পাশে থাকবে এবং অতীতেও ছিল।

নির্বাচনের আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিমতীরের অ'বৈ'ধ ইহুদি বসতিকে ইসরাইলের সঙ্গে একীভূত করার কথা বলেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে