আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বি'লো'পের পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্ক ত'লা'নিতে গিয়ে ঠে'কে। একটা অংশের কাশ্মীরিরাও স্বাধীনতার দাবিতে আন্দোলন করেন। তাদের দাবির সঙ্গে সংহতি জানান ইমরান খানও।
নিজেকে কাশ্মীরিদের দূত বলেও দাবি করেন ইমরান। এরপর কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলকে ভাবিয়ে তুলতে কূটনৈতিক স্তরে চেষ্টা করেন তিনি। কিন্তু কাশ্মীরিদের সহযোগিতা করতে গিয়ে বিশ্বনেতাদের সমর্থন আদায়ে ব্য'র্থ হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে হ'তা'শা প্রকাশ করে ইমরান খান বলেন, কাশ্মীর নিয়ে মোদির ওপর কোনো চা'পই তৈরি হয়নি এখনো। এ নিয়ে তিনি দো'ষারো'প করেছেন আন্তর্জাতিক মহলকেই।
তিনি বলেন, ভারতকে সারা বিশ্ব ১০০ কোটি মানুষের মার্কেট হিসাবে গণ্য করে। ফলে বস্তুবাচক চিন্তাধারার কাছে মনুষ্যত্ব দাম হারাচ্ছে। এ জন্য আন্তর্জাতিক মহলের কোন দেশ ভারতের বি'রু'দ্ধে কাশ্মীর ইস্যুতে কোনো কথা বলছেন না। আমি আন্তর্জাতিক মহলের ওপর হ'তা'শ।
আন্তর্জাতিক মহলের ভূমিকা নিয়ে হ'তা'শা প্রকাশ করলেও কাশ্মীর নিয়ে হা'ল ছাড়বেন না বলে জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, আমরা এ নিয়ে চা'প বজায় রাখব।