আন্তর্জাতিক ডেস্ক: পুলিশের ইউনিফর্মে এখন থেকে আর পকেট থাকবে না। ঘুষ নেওয়া রুখতে এমন সিদ্ধান্ত নিচ্ছে কেনিয়া সরকার। দেশটির সরকারের ভাবনা পকেট না থাকলে পুলিশ ঘুষ নিতে পারবে না।
পুলিশকে জনগণের বন্ধু হিসেবে উল্লেখ করা সত্ত্বেও প্রতিটা দেশেরই পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আছে। কোথাও কোথাও পুলিশ এবং ঘুষ শব্দ দুটি সমান্তরাল।
চলমান এ অবস্থায় পুলিশের ঘুষ নেয়া রুখতে তাদের জন্য পকেট ছাড়া ইউনিফর্ম বানাবে কেনিয়া সরকার।
সরকারের তরফে জানানো হয়েছে, ঘুষ নিয়ে রাখার জন্য আর পকেটই থাকবেনা সুতরাং ঘুষ নেয়ার প্রবণতাও অনেক কমে যাবে। আর ডিজিটাল পদ্ধতিতে ঘুষ নেয়ার অবস্থা কেনিয়ায় এখনো হয়ে ওঠেনি।