বিনোদন ডেস্ক : টরন্টো চলচ্চিত্র উৎসবে 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো ১৩ সেপ্টেম্বর। আগামী ১১ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটির প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা চোপড়াসহ ছবির পুরো টিম।
আছেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, রোহিত শ্রফ আর পরিচালক সোনালি বোস। কিন্তু তাদের সঙ্গে নেই ছবির অন্যতম অভিনয়শিল্পী জাইরা ওয়াসিম। আর এ কারণে প্রশ্নের মুখোমুখি হতে হলো প্রিয়াঙ্কা চোপড়াকে। সাংবাদিকদের প্রশ্ন, জাইরা ওয়াসিম কেন চলচ্চিত্র ছেড়ে গেলেন?
ফিল্মফেয়ারের অনলাইন সংস্করণ থেকে জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, ‘এটা জাইরা ওয়াসিমের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তার কী করা উচিত, কী করা উচিত না—তা নির্ধারণ করবে সে। সেখানে আমরা কে? তবে আমি অবশ্যই বলব, মেয়েটি দুর্দান্ত একজন অভিনেত্রী। তিনি এই ছবিতে যা করেছেন, তা অবিশ্বাস্য! আমি তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।’