আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের সামনে কাশ্মীরের বিষয়টি তুলে ধরায় এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ইয়েনি শাফাকের।
পাকিস্তান ও তুরস্কের খুব ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমরা খুবই কৃতজ্ঞ যে প্রেসিডেন্ট তার নীতিগত অবস্থান তুলে ধরেছেন।
কাশ্মীর নিয়ে এরদোগানের মন্তব্য পাকিস্তানের সরকারি টুইট অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে; সেখানে কাশ্মীরের ব্যানারে এরদোগানের মন্তব্যসহ ছবি রয়েছে। জাতিসংঘে বুধবার কাশ্মীর ইস্যুতে বক্তব্য রাখায় ব্যাপক প্রশংসিত হয়েছেন তুরস্কের এ প্রেসিডেন্ট।
জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে এরদোগান বলেন, ৭২ বছর ধরে চলমান থাকা কাশ্মীর ইস্যুটির সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব।
তিনি বলেন, পাকিস্তান ও ভারতের প্রতিবেশী কাশ্মীরি জনগণের একটি নিরাপদ ভবিষ্যত দরকার। এ সমস্যা ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সমাধান দরকার, সংঘর্ষ দিয়ে নয়।
ভারত সরকার অচলাবস্থা চাপিয়ে দিয়েছে উল্লেখ করে এরদোগান বলেন, জম্মু-কাশ্মীরের ৮-লাখ মানুষ কার্যত বন্দি। দুর্ভাগ্যক্রমে, কাশ্মীরের বাইরে তারা পা রাখতে অক্ষম।