শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৩৪:৪৪

কাশ্মীরি জনগণের হৃদয় জয় করেছেন এরদোগান

কাশ্মীরি জনগণের হৃদয় জয় করেছেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও কাশ্মীরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। জাতিসংঘে বুধবার কাশ্মীর ইস্যুতে বক্তব্য রাখায় প্রশংসিত হয়েছেন তুরস্ক প্রেসিডেন্ট।

জাতিসংঘে প্রেসিডেন্ট এরদোগানের বক্তব্যে উচ্ছ্বসিত নেটিজেনরা ‘আওয়ার ভয়েস এরদোগান’ হ্যাশ ট্যাগ দিয়ে টুইট করছেন। এতে কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৩ লাখ ব্যবহারকারী এটি দিয়েছেন।

ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব কাশ্মীর সচেতনতা ফোরামের মহাসচিব গোলাম নবী ফাই টুইটারে লেখেন, জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে প্রেসিডেন্ট এরদোগান বক্তব্য দিয়ে কাশ্মীরি জনগণের হৃদয় জয় করেছেন।

ভারত সরকার গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করার পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিশেষ মর্যাদা বাতিলের পর ভারত সরকার জম্মু-কাশ্মীরের সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। 

হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা সেখানে রাজনৈতিক আটকদের মুক্তির দাবি জানিয়েছে।

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে এরদোগান বলেন, ৭২ বছর ধরে চলমান থাকা কাশ্মীর ইস্যুটির সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব।

তিনি বলেন, পাকিস্তান ও ভারতের প্রতিবেশী কাশ্মীরি জনগণের একটি নিরাপদ ভবিষ্যত দরকার। এ সমস্যা ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সমাধান দরকার, সংঘর্ষ দিয়ে নয়।

ভারত সরকার অচলাবস্থা চাপিয়ে দিয়েছে উল্লেখ করে এরদোগান বলেন, জম্মু-কাশ্মীরের ৮-লাখ মানুষ কার্যত বন্দি। দুর্ভাগ্যক্রমে, কাশ্মীরের বাইরে তারা পা রাখতে অক্ষম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে