শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১০:০২:৫৮

ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তে ২ লেফটেন্যান্ট অফিসার নিহ'ত

ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তে  ২ লেফটেন্যান্ট অফিসার নিহ'ত

আন্তর্জাতিক ডেস্ক : ভূটানে বি'ধ্ব'স্ত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। এতে নিহ'ত হয়েছেন ওই হেলিকপ্টারের দুই পাইলট। আজ শুক্রবার ভারতীয় বার্তাসংস্থা এএনআই এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

টুইট বার্তায় বলা হয়, ভূটানে ভারতীয় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বি'ধ্ব'স্ত হয়ে দুই পাইলট নি'হ'ত হয়েছেন। এই দুই পাইলট লেফটেন্যান্ট পদমর্যাদার অফিসার। তাদের একজন ভূটান সেনাবাহিনীর সদস্য।

তবে কী কারণে বি'ধ্ব'স্তের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায় নি। ভূটানের সংবাদমাধ্যম বলছে, ভূটানের ইওনফুলার খেন্তংম্যানি এলাকায় পাহাড়ের ওপর ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বি'ধ্ব'স্ত হয়েছে। এতে রয়্যাল ভূটান আর্মির এক কর্মকর্তা ও ভারতীয় এক সেনাকর্মকর্তা বি'ধ্ব'স্ত স্থলেই মা'রা গেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে