শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৫৫:৪৫

সরকারি কোনো কর্মকর্তা দুর্নীতি করলে তাকে গু'লি করার নির্দেশ দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

সরকারি কোনো কর্মকর্তা দুর্নীতি করলে তাকে গু'লি করার নির্দেশ দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: সরকারি কোনো কর্মকর্তা দুর্নীতি করলে তাকে গু'লি করার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। তবে, এমনভাবে গু'লি করতে হবে, যেন তিনি মা'রা না যান। সম্প্রতি দেশটির বাটান শহরে বিশেষ ব্যবসায়িক জোনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এ ঘোষণা দেন দুতের্তে।

ফিলিপিনো প্রেসিডেন্ট বলেন, আপনি ট্যাক্স দেন, বিল দেন বা কোনো সনদ নেন; আর কোনো কর্মকর্তা যদি ঘু'ষ দাবি করেন, তাকে মা'রুন। যদি অ'স্ত্র থাকে, তাকে গু'লি করতে পারেন, তবে হ'ত্যা করবেন না।

তিনি বলেন, আমি আপনার পক্ষ নেবো। যদি এ ঘটনা আমার কার্যালয় পর্যন্ত আসে, আমি অভিযোগকারীকে ডেকে বলবো, তাকে (আ'ক্র'মণ'কারী) তিনবার চড় মারতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে