আন্তর্জাতিক ডেস্ক: কানাডার মন্ট্রিল জলবায়ু পরিবর্তনবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন ‘অগ্নিকন্যা’ গ্রেটা থানবার্গ। শুক্রবারের এই বিক্ষোভে তার সঙ্গে যোগ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
ট্রুডো বলেন, তরুণরা দারুণ কাজ করেছে। কানাডাসহ সারা বিশ্বেই তাদের জলবায়ু নিয়ে অবস্থান ছিল চোখে পড়ার মতো। গত শুক্রবার থেকে সপ্তাহব্যাপী আন্দোলন শুরু হয়। শেষ হওয়ার কথা চলতি সপ্তাহেই।
এ উপলক্ষে বিভিন্ন দেশের স্থানীয় ও আন্তর্জাতিক পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনগুলো অনুষ্ঠানের আয়োজন করছে। যোগ দেয়া আন্দোলন কর্মীদের বেশিরভাগই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। খবর এএফপির