আন্তর্জাতিক ডেস্ক: জরুরি অবতরণে বাধ্য হলো বিমানটি, বড় বিপদ থেকে বেঁচে গেলেন ইমরান খান! হঠাৎ যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানটি জরুরি অবতরণ করে বলে জানিয়েছে জিওটিভি অনলাইন। একইরকম তথ্য দিয়ে স্পুটনিক নিউজ জানিয়েছে, কানাডার আকাশসীমায় থাকা অবস্থায় বিমানের ত্রুটি ধরা পড়ে। এটি পুনরায় নিউইয়র্কে ফিরে যায় ও জরুরি অবতরণে বাধ্য হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য জানায় স্পুটনিক নিউজ।
খবরে জানানো হয়, জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে পাকিস্তান ফেরার পথে নিউইয়র্ক বিমানবন্দর থেকে রওনা হয়েছিলেন ইমরান খান। বিমানটি ৭০০ কিলোমিটার অতিক্রম করে কানাডার টরোন্টো সিটির আকাশে যখন উড়ছিল তখনই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
পাইলটরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বিমানকে ফের নিউইয়র্কে ফিরিয়ে নিয়ে আসেন। নিউইয়র্কেই রাত কাটাবেন ইমরান খান।