শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৩৬:০২

মা দুর্গার আশীর্বাদ সর্বদাই আমাদের সমাজে থাকুক : নরেন্দ্র মোদি

মা দুর্গার আশীর্বাদ সর্বদাই আমাদের সমাজে থাকুক : নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ৭ দিনের মার্কিন সফর শেষে আজই ভারতে ফিরছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মহালয়ার শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন নরেন্দ্র মোদি৷ 

সবাইকে শুভ মহালয়া জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, 'আশা করি সবার জীবন আনন্দে ভরে উঠুক৷ সবাউ সুস্থ ও ভালো থাকুক৷ মা দুর্গার আশীর্বাদ সর্বদাই আমাদের সমাজে থাকুক।'  

শাস্ত্রমতে, অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। চারদিকে অশুভের প্রতাপ। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হলেন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব।

দেবতাদের তেজোরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা। সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে (ঘোড়ায়), গমনও হবে ঘোটকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে