রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ০১:১৮:৩৮

কেরালাবাসী শিক্ষিত বলে মোদি ঝড় থেকে মুক্ত : জন আব্রাহাম

কেরালাবাসী শিক্ষিত বলে মোদি ঝড় থেকে মুক্ত : জন আব্রাহাম

আন্তর্জাতিক ডেস্ক : অভিনয় জীবনে দেশপ্রেমের ছবিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। '‌মাদ্রাজ ক্যাফে'‌, '‌সত্যমেব জয়তে'‌ থেকে শুরু করে 'পরমাণু'র মতো দেশপ্রেম সংক্রান্ত ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। সম্প্রতি '‌বাটলা হাউস' ছবিতেও একজন দেশপ্রেমিকের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। 

কিন্তু কখনই তাকে কোনও রাজনৈতিক দল বা আদর্শের স্বপক্ষে কথা বলতে শোনা যায়নি। বলিউডের একাধিক অভিনেতা–পরিচালক–প্রযোজকরা যেখানে নরেন্দ্র মোদি স্রোতে গা ভাসিয়েছেন, রাজনীতির মূলস্রোত থেকে সবসময়ই নিজেকে সরিয়ে রেখেছেন তিনি। কিন্তু এবার মুখ খুললেন জন। বললেন, কেরালাবাসী শিক্ষিত বলে মোদি ঝড় মুক্ত।

মুম্বাইয়ে ‘‌দ্য গড হু লাভড মোটরবাইক’‌ নামে একটি বই প্রকাশের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে কেরালাবাসী জনকে প্রশ্ন করা হয়, ‘‌কেন কেরালা এই সময়ে দাঁড়িয়েও মোদি ঝড় দেখা যায় না?‌’‌ 

উত্তরে জন বলেন, ‘‌এখানেই কেরালা অন্যান্য জায়গার থেকে অনেক আলাদা। সেখানে দশ মিনিট দূরত্বে যেমন মন্দির দেখা যায়, তেমনি মসজিদ–চার্চও দেখা যায়। তার জন্য কখনই সমস্যা তৈরি হয় না। যেখানে গোটা বিশ্বে একরকম মেরুকরণ চলছে, সেখানে একমাত্র কেরালাই সমস্ত জাতি, ধর্ম নির্বিশেষে মানুষ বসবাস করতে পারেন। কেরালার মানুষের ভেতর কমিউনিজমের ছোঁয়া আছেই। আমার মনে আছে, যখন ফিদেল কাস্ত্রো মারা গিয়েছিলেন, একমাত্র কেরালাই সর্বত্র কাস্ত্রোর পোস্টার পড়েছিল। আমি ছোট থেকেই ওই জীবন দর্শনেই মানুষ হয়েছি।’‌

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভারতের সব রাজ্যে যেখানে গেরুয়া ঝড় দেখা গিয়েছে, সেখানে কেরালাই একমাত্র রাজ্য যেখানে বিজেপি একটিও আসন পায়নি।  সূত্র : আজকাল ‌‌ ‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে