মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০১:৪৩:৩৫

রামমন্দিরের পাথর এসেছে অযোধ্যায়

রামমন্দিরের পাথর এসেছে অযোধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক : রোববার দুটি ট্রাক–বোঝাই পাথর এসে পৌঁছেছে অযোধ্যায়। রাম-মন্দির তৈরির কাজ অবশেষে নাকি শুরু হবে, জল্পনা তুঙ্গে। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শারদ শর্মা জানিয়েছেন, অযোধ্যার রামসেবকপুরমে ওই পাথর আনিয়েছেন ‘রামজন্মভূমি ন্যাস’–এর মহান্ত ও সভাপতি নৃত্যগোপাল দাস। ‘শীলা পূজন’ও করেন তিনি। মন্দির নির্মাণ করাতেই যে পাথর আনা, তা স্পষ্ট করে বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র জানিয়েছেন, ‘অযোধ্যায় অনেক পাথর এসে পৌঁছেছে, আরও আসবে। অযোধ্যায় যে এখনই রামমন্দির তৈরি হবে, তার ইঙ্গিত দিয়েছে মোদি সরকার।’ বিশ্ব হিন্দু পরিষদের প্রধান কার্যালয়ে মন্দির নির্মাণের পাথর এসে পৌঁছনোর খবর আগাম পাননি উত্তরপ্রদেশের ফৈজাবাদের এসএসপি মোহিত গুপ্তা। পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি। উত্তরপ্রদেশের এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এই ঘটনার জন্য এলাকায় শান্তিভঙ্গ বা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ বিঘ্নিত হলে অবশ্যই পদক্ষেপ করব।’ এই মাসের গোড়ার দিকে রামমন্দির নির্মাণের বিষয়ে বলতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম শীর্ষ নেতা প্রবীণ তোগাড়িয়া জানিয়েছিলেন, তিনি আশাবাদী। বিজেপি–র জাতীয় কর্মসমিতির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে রামমন্দির নির্মাণের বিষয়টি নির্বাচনী প্রতিশ্রুতির আওতায় ছিল। তারপর তাতে থেকে থেকে ইন্ধন জুগিয়েই গেছে বিশ্ব হিন্দু পরিষদ এবং অবশ্যই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। ৯২–এ ধূলিসাৎ হয়ে যাওয়ার আগে যেখানে বাবরি মসজিদ ছিল, ঠিক সেই জায়গাতেই রামমন্দির হবে। এমনও জানান তোগাড়িয়া। বিজেপি সরকারে আসা ইস্তক রামমন্দির গড়ার জিগির তুলেই চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। অযোধ্যায় বিরাট মন্দির হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে একাধিকবার। এবার বোধহয় সত্যিই গড়ে উঠছে বিশ্ব হিন্দু পরিষদের সাধের রামমন্দির। ২২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে