রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:২৫:৩৭

পাকিস্তানই একমাত্র দেশ, যারা জ'ঙ্গিদের পেনশন দেয় : ভারত

পাকিস্তানই একমাত্র দেশ, যারা জ'ঙ্গিদের পেনশন দেয় : ভারত

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যু জাতিসংঘের সাধারণ সভায় তুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ তার ক'ড়া জ'বা'ব দিল ভারতও৷ এদিন জাতিসংঘে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের ফার্স্ট সেক্রেটারি বিদিশা মৈত্রের ক'টা'ক্ষ করেন ইমরানকে।

বিদিশা বলেন, 'পাকিস্তানই একমাত্র দেশ, যারা জাতিসংঘের তালিকাভূক্ত এক জ'ঙ্গিকে পেনশন দেয়৷ ৯/১১ হা'ম'লার মাথা ওসামা বিন লাদেনকেও সমর্থন করেছিলেন পাক প্রধানমন্ত্রী৷ অ'স্বী'কার করতে পারেন?

বিদিশা মৈত্রের নি'শা'নায় ছিল মুম্বাই হা'ম'লার হো'তা হাফিজ সাঈদ৷ পাকিস্তানে হাফিজ সাঈদ যে পেনশন পান, তা দিন দুয়েক আগেই জাতিসংঘে জানিয়েছিল পাকিস্তান৷ 

পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে নি'শা'না করে বিদিশা বলেন, 'কেউ একজন, যিনি একসময় ক্রিকেট খেলতেন, জেন্টলম্যানস গেমে বিশ্বাস রাখেন, শুক্রবার তার ভাষণে হিং'সা ও ব'ন্দু'কের খেলা উঠে এলো৷ ১৯৭১ সালের সেই গ'ণহ'ত্যা বিশ্ববাসী ভোলেনি৷ নিজেদের দেশের মানুষকেই হ'ত্যা করেছিল পাকিস্তান৷ তাই দয়া করে, নিজেদের ইতিহাসটাকে একটু ঝা'লিয়ে নিন৷'

শুক্রবার কাশ্মীর নিয়ে জাতিসংঘে ইমরান খান বলেন, 'কাশ্মীরে অ'মা'নবিক কা'র্ফু অবিলম্বে তুলে নিতে হবে ভারতকে৷ সব রাজনৈতিক ব'ন্দিদের মুক্তি দিক৷' পাক প্রধানমন্ত্রী রী'তিম'তো হুঁ'শি'য়া'রি দিয়ে জানান, দুটি দেশই পরমাণু শ'ক্তি'ধ'র৷ মুখোমুখি হলে কিন্তু তার ফল সীমান্ত ছাড়িয়ে অনেক সুদূর প্রসারি হবে৷

ভারত জ'ঙ্গিদের মদতদাতা এবং ঘৃ'ণার বাণী প্রচারকারী দেশের কাছ থেকে কোনও সমর্থন আশা করে না জানিয়ে এদিন বিদিশা বলেন, দুই দেশ স্বাধীন ঘোষণার পর পাকিস্তানে বসবাসকারী ২৩ শতাংশ সংখ্যালঘু গোষ্ঠী বর্তমানে ৩ শতাংশে এসে ঠেকেছে এটা কিসের ইঙ্গিত?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে