রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৪৪:২৪

কাশ্মীর অঞ্চলটিকে জবরদখল করে রাখা হয়েছে : ড. মাহাথির

কাশ্মীর অঞ্চলটিকে জবরদখল করে রাখা হয়েছে : ড. মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর কাশ্মীর ইস্যু নিয়ে জাতিসংঘে জোরালো বক্তব্য রেখেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে মাহাথির বলেন, কাশ্মীর অঞ্চলটিকে জ'ব'রদ'খ'ল করে রাখা হয়েছে। সেখানে হা'ম'লা করে নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।

৯৪ বছর বয়সী ওই নেতা বলেন, কাশ্মীর বিষয়ে জাতিসংঘের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও সেখানে হা'ম'লা করে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। হতে পারে এর কোনো কারণ তারা দেখাবে, তবুও আমরা এটাকে অ'ন্যা'য়ই বলবো।

ভারত-পাকিস্তানের মধ্যে আলোচনার আহ্বান জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণভাবে বিষয়টির সমাধান করতে হবে। ভারতকে অবশ্যই পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে।

কোনো দেশের ওপর নি'ষে'ধা'জ্ঞার ব্যাপারে আন্তর্জাতিক বৃহৎ নিয়ন্ত্রণেরও আহ্বান জানান মাহাথির মোহাম্মদ। পাশাপাশি ইরানের সঙ্গে ব্যবসা ব'ন্ধে সব দেশকে জ'ব'রদ'স্তি করার মার্কিন চেষ্টার স'মা'লো'চনা করেছেন মালয়েশিয়ার এ কিংবদন্তি রাষ্ট্রনেতা। সূত্র : পাক সংবাদমাধ্যম ডন ও জিয়ো নিউজ উর্দু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে